
ওপেন রিডাকশন
ভাঙ্গার হড়ের একটি চিকিৎসা পদ্ধতি,যে পদ্ধতিতে কাঁধ,কুনুই,হাত এবং ক্বব্জির মতো জায়গায় ফ্রেকচার সারিয়ে তুলতে প্লেট,পিন,স্ক্রু এবং রডের মতো হার্ডওয়্যার করে হাড়কে নিরাপদ রাখা হয়।
যে কারনে করা হয়ঃ
- হাড় একাধিক জায়গাতে ভেঙ্গে গেলে
- ভাঙ্গা হাড় তার অবস্থান থেকে সরে গেলে
- ভাঙ্গা হাড় ত্বকের বাইরে বের হয়ে আসলে
সার্জারির পর আহত হাড় পরিপূর্ণভাবে সুস্থ হতে ৩ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে।
তবে রোগীর বয়স, স্বাভাবিক স্বাস্থ্য, ভাঙ্গা হাড়ের ধরন ও অবস্থা, চিকিৎসা পরবর্তী বিশ্রাম ইত্যাদি বিষয়বলীর উপর তার পুরোপুরি সুস্থতার সময় নির্ভর করে।