Open Reduction

ওপেন রিডাকশন
ভাঙ্গার হড়ের একটি চিকিৎসা পদ্ধতি,যে পদ্ধতিতে কাঁধ,কুনুই,হাত এবং ক্বব্জির মতো জায়গায় ফ্রেকচার সারিয়ে তুলতে প্লেট,পিন,স্ক্রু এবং রডের মতো হার্ডওয়্যার করে হাড়কে নিরাপদ রাখা হয়।

যে কারনে করা হয়ঃ

  • হাড় একাধিক জায়গাতে ভেঙ্গে গেলে
  • ভাঙ্গা হাড় তার অবস্থান থেকে সরে গেলে
  • ভাঙ্গা হাড় ত্বকের বাইরে বের হয়ে আসলে
    সার্জারির পর আহত হাড় পরিপূর্ণভাবে সুস্থ হতে ৩ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে।
    তবে রোগীর বয়স, স্বাভাবিক স্বাস্থ্য, ভাঙ্গা হাড়ের ধরন ও অবস্থা, চিকিৎসা পরবর্তী বিশ্রাম ইত্যাদি বিষয়বলীর উপর তার পুরোপুরি সুস্থতার সময় নির্ভর করে।
Close Menu