closed reduction internal fixation

ক্লোজড রিডাকশন কি?
 
কাঁটা-ছেঁড়া ছাড়াই যে পদ্ধতিতে ভাঙ্গা হাড়ের চিকিৎসা করা হয়ে থাকে মেডিকেলের ভাষায় তাকে ক্লোজড রিডাকশন বলা হয়। এই পদ্ধতিতে ম্যানিপুলেশনের মাধ্যমে ভাঙ্গা হাড়কে তার সঠিক স্থানে ফেরত নিয়ে আসা হয় এবং একবার সেগুলো সারিবদ্ধ হয়ে গেলে তা সুস্থ না হওয়া পর্যন্ত সে অবস্থাতেই কে-ওয়্যার নামক একধরণের ধাতব পিন দ্বারা আটকে রাখা হয়। ভাঙ্গা হাড়ের চিকিৎসায় যদি দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করা যায় তবে সাফল্যের হার সবচেয়ে বেশি।
 
কেন করা হয়?
 
হাড় ভাঙ্গার ক্ষেত্রে, আঘাত পাওয়ার পরে আঘাতপ্রাপ্ত হাড়ের টুকরোগুলো সঠিক অবস্থায় একে অপরের কাছাকাছি রাখতে হয়, যাতে দ্রুত নিরাময় হতে পারে এবং হাড় সঠিকভাবে জোড়া লেগে যেতে পারে। চিকিৎসা নেয়ার ক্ষেত্রে দেরি হলে কিংবা ভুল চিকিৎসা হলে অনেকসময় বড় রকমের ক্ষতি হয়ে যেতে পারে। তাই স্থায়ী ক্ষতি কিংবা বিকৃতি এড়াতে ক্লোজড রিডাকশন পদ্ধতি ব্যবহার হয়ে থাকে।  
 
ক্লোজড রিডাকশন পদ্ধতিতে যেভাবে ভাঙ্গা হাড়ের চিকিৎসা করা হয়
 
এই ক্ষেত্রে চিকিৎসক প্রথমে ভাঙ্গা হাড়ের এক প্রান্ত থেকে ধাক্কা দেন বা টানেন যতক্ষণ না ভাঙ্গা হাড়ের এক প্রান্ত অন্য প্রান্তের সাথে সঠিকভাবে জোড়া লেগে যায়। এই কাজটিকে রিডাকশন বলা হয়। তারপরে ডাক্তার আক্রান্ত হাত বা পায়ে একটি প্লাস্টার কাস্ট বা স্প্লিন্ট লাগান যাতে করে নিরাময় হওয়ার সময় পর্যন্ত এটি হাড়কে যথাস্থানে ধরে রাখতে সহায়তা করে। হাড় সঠিকভাবে সঠিক স্থানে জোড়া লেগেছে কিনা তা এক্সরে করার মাধ্যমে চিকিৎসক নিশ্চিত হতে পারেন। আহত হাড় পরিপূর্ণভাবে সুস্থ হতে ৬ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে।
 
তবে রোগীর বয়স, স্বাভাবিক স্বাস্থ্য, ভাঙ্গা হাড়ের ধরন ও অবস্থা, চিকিৎসা পরবর্তী বিশ্রাম ইত্যাদি বিষয়বলীর উপর তার পুরোপুরি সুস্থতার সময় নির্ভর করে।
 
 

Close Menu