10604 info@traumacenter.com.bd

ওপেন রিডাকশন:

ক্লোজড রিডাকশন:

ভাঙ্গার হড়ের একটি চিকিৎসা পদ্ধতি,যে পদ্ধতিতে কাঁধ,কুনুই,হাত এবং ক্বব্জির মতো জায়গায় ফ্রেকচার সারিয়ে তুলতে প্লেট,পিন,স্ক্রু এবং রডের মতো হার্ডওয়্যার করে হাড়কে নিরাপদ রাখা হয়।

যে কারনে করা হয়ঃ

  • হাড় একাধিক জায়গাতে ভেঙ্গে গেলে
  • ভাঙ্গা হাড় তার অবস্থান থেকে সরে গেলে
  • ভাঙ্গা হাড় ত্বকের বাইরে বের হয়ে আসলে
    সার্জারির পর আহত হাড় পরিপূর্ণভাবে সুস্থ হতে ৩ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে।
    তবে রোগীর বয়স, স্বাভাবিক স্বাস্থ্য, ভাঙ্গা হাড়ের ধরন ও অবস্থা, চিকিৎসা পরবর্তী বিশ্রাম ইত্যাদি বিষয়বলীর উপর তার পুরোপুরি সুস্থতার সময় নির্ভর করে।

 

কাঁটা-ছেঁড়া ছাড়াই যে পদ্ধতিতে ভাঙ্গা হাড়ের চিকিৎসা করা হয়ে থাকে মেডিকেলের ভাষায় তাকে ক্লোজড রিডাকশন বলা হয়। এই পদ্ধতিতে ম্যানিপুলেশনের মাধ্যমে ভাঙ্গা হাড়কে তার সঠিক স্থানে ফেরত নিয়ে আসা হয় এবং একবার সেগুলো সারিবদ্ধ হয়ে গেলে তা সুস্থ না হওয়া পর্যন্ত সে অবস্থাতেই কে-ওয়্যার নামক একধরণের ধাতব পিন দ্বারা আটকে রাখা হয়। ভাঙ্গা হাড়ের চিকিৎসায় যদি দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করা যায় তবে সাফল্যের হার সবচেয়ে বেশি।

কেন করা হয়?

হাড় ভাঙ্গার ক্ষেত্রে, আঘাত পাওয়ার পরে আঘাতপ্রাপ্ত হাড়ের টুকরোগুলো সঠিক অবস্থায় একে অপরের কাছাকাছি রাখতে হয়, যাতে দ্রুত নিরাময় হতে পারে এবং হাড় সঠিকভাবে জোড়া লেগে যেতে পারে। চিকিৎসা নেয়ার ক্ষেত্রে দেরি হলে কিংবা ভুল চিকিৎসা হলে অনেকসময় বড় রকমের ক্ষতি হয়ে যেতে পারে। তাই স্থায়ী ক্ষতি কিংবা বিকৃতি এড়াতে ক্লোজড রিডাকশন পদ্ধতি ব্যবহার হয়ে থাকে।  

Close Menu